বগুড়ায় নারীসহ ৮ প্রতারক গ্রেফতার
বগুড়া প্রতিনিধি : বুধবার দিবাগত রাতে বগুড়ায় র্যাব-১২ এক অভিযানে নারীসহ প্রতারণা চক্রের ৮ জনকে আটক করেছে। বগুড়া শহরের কলোনি বাজার, ঠনঠনিয়া দক্ষিন পাড়া, ফুলদিঘী উত্তর পাড়া, হাকিরমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ফিরোজ বাবু ওরফে মিশু (৩৪), তার স্ত্রী দুলালী খানম (৩০), শহিদ রহমান তরফদার খোকন মোল্ল্যা (২৪) বিপ্লব হোসেন রনি (৩০), নিশান রহমান (২৭), মোছাম্মত শাপলা বেগম (২৫), মোছাম্মত নাসরিন আক্তার ওরফে মুন্নি (২০) ও খোকন মোল্লা (২৪)।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া র্যাব-১২ কোম্পানি সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংকালে কোম্পানীর অধিনায়ক লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, পিপিএম, বিএন (ট্যাগ) সাংবাদিকদের জানান, ধৃত ব্যক্তিরা প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ শহরের বিভিন্ন স্থানে বাসা বাড়ীতে এবং সুন্দরী নারী দেহের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপনসহ অবৈধভাবে দেহ ব্যবসা চালিয়ে বিভিন্ন পেশাজীবিদের ফাঁদে ফেলে ব্লাকমেইল করার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল। এধরনের ঘটনার উপর ভিত্তি করে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।