রাস্তায় খোলা স্থানে সরবত পান করতে যেয়ে আপনি কি পান করছেন

sorbotএসব শরবতের প্রধান উপাদান নির্ভেজাল খোলা পানি, সাথে থাকে বরফের টুকরো যা ক্ষয়ে ক্ষয়ে পানির সাথে মিশে তৈরি হয় শীতল পানীয়ে। বরফ তৈরি হচ্ছে খোলা পানি দিয়ে ।যা মাছ-মাংশ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আর শরবতকে রসাত্নক করে তোলার জন্য চিনির পরিবর্তে ব্যবহার হয় স্যাকারিন, অপরিস্কার পাত্র, রাস্তার ধুলো বালিতো আছেই।
এতে করে নিজের অজান্তে বহু রোগের জীবানু প্রতিনিয়তই নিজের শরীরে অবাধে ঢোকার ব্যাবস্থা করছে সাধারণ মানুষ। যা প্রাথমিক পর্যায়ে জানতে না পারলেও ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা ও হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’র মতো রোগগুলো বহন করছে যা পরবর্তীতে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *