বাগেরহাটে এবার শিক্ষককে পিটিয়ে জখম করল বখাটে ছাত্র

imagesQ6OH9KHWবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বনমালী বিশ্বাস নামে এক সহকারী শিক্ষককে বখাটে এক ছাত্র পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষকরা তাৎক্ষনিক ক্লাস বর্জন করেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকাল সাড়ে ৪টায় ডহরমৌভোগ গ্রামের মনিন্দ্রনাথ বিশ্বাসের পুত্র ও বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বনমালী বিশ্বাস স্কুল ছুটির পর বাইসাইকেল যোগে বাড়ীতে যাওয়ার সময় মৌভোগ পুলিশ ক্যাম্পের সন্নিকটে জাহিদের দোকান নামক স্থানে এসে পৌছালে সোহেল রানা নামের বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র তার গতিরোধ করে। এ সময় কিছু বুঝে উঠার আগেই সোহেল রানা বাঁশের লাঠি দিয়ে শিক্ষক বনমালী বিশ্বাসকে বেধড়ক মারপিট শুরু করে। পরে স্থানীয়রা মারপিটে আহত শিক্ষককে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। সোহেল রানা মৌভোগ গ্রামের লিঠু শেখের পুত্র। সে পরপর দু’বছর নবম শ্রেনীতে অধ্যায়নরত। তাকে পড়াশুনা নিয়ে শাসন করার কারনে ক্ষীপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ  আবু হানিফ জানান, বিষয়টি ইউএনও ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্কুল কর্তৃপক্ষ মামলা করতে চাইলে, তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানান, বিষয়টি জানার পর তাৎক্ষনিক ওসিকে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *