চাঁদপুরে সাংবাদিকদের সাথে নবাগত দু’পুলিশ কর্মকর্তার মতবিনিময় সভা
মো : জাবেদ হোসেন, চাঁদপুর : চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে নবাগত দুই পুলিশ কর্মকর্তা- সহকারী পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো. নজরুল ইসলাম ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচ এনায়েত উদ্দিন (পিপিএম)।
মঙ্গলবার ২৮ এপ্রিল বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর।
প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বক্তব্য রাখেন নবাগত সহকারী পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মো. নজরুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) এএইচ এনায়েত উদ্দিন (পিপিএম)।
এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসানুজ্জামান মন্টু, দৈনিক চাঁদপুর প্রবাহের প্রধান সম্পাদক আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, প্রকাশক একেএম শফিকউল্লাহ সরকার, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক সোহেল রুশদি, সময় টিভির প্রতিনিধি ফারুক আহম্মদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেলসহ স্থানীয়, জাতীয় প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, নবাগত দুু’জন অফিসারই দক্ষ এবং অভিজ্ঞ। সবার সহ-যোগিতায় মাদক নির্মূল করে সুন্দর একটি চাঁদপুর গড়ে তোলার লক্ষ্যে তাঁরা কাজ করবে। এ ব্যাপারে চাঁদপুরের সাংবাদিকদের অতীতের ন্যায় সহযোগিতা কামনা করেন।
এএসপি সদর সার্কেল মো. নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি চাঁদপুরে এর আগেও ওসি হিসেবে দায়িত্ব পালন করেছি। তাই এখানকার অনেক কিছুই আমার পরিচিত। চাঁদপুরবাসী যেমনি আমাকে ভুলে নাই তেমনি আমিও তাদের ভুলতে পারিনি। আজ আমি নতুন পরিচয়ে আপনাদের মাঝে এসেছি। আমি চাই আগের মতোই আপনারা আমাকে সহযোগিতা করবেন।তিনি আরও বলেন, আমাদের সমাজকে মাদক গ্রাস করে ফেলেছে। মাদকের ছোবলে আমাদের যুবসমাজ আজ ধ্বংসের মুখে। শুধুমাত্র মাদকের কারনেই সামাজে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে চলেছে। আমাদের ওসি মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। আমার বিশ্বাস এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সচেতন নাগরিকগণ যদি আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করে তাহলে মাদককে সমূলে দূর করা সম্ভব।মডেল থানার নবাগত অফিসার ইনচাজ (ওসি) এএইচ এনায়েত উদ্দিন (পিপিএম) বলেন, পুলিশ এবং সাংবাদিক উভয়ের পেশাই অনেকটা এক রকম। আমরা উভয়েই রাষ্ট্রের, সামাজের এবং মানুষের ভালোর জন্য কাজ করি। সাধারণ মানুষ শুধুমাত্র পুলিশ এবং সাংবাদিকদের তথ্য দেয়। তিনি বলেন, আমি কখনো আশা করি না যেখানে কাজ করবো সেখানে মাদক, সন্ত্রাস ও অশ্লীলতা থাকবে। আমি মনে করি যেখানে ওসি থাকবে সেখানে মাদক থাকবে না। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তবে সমাজের অবক্ষয় রোধ করে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও নবাগত দুই পুলিশ কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।