বেনাপোলে সরকারী গাছ কাটার ঘটনায় আরো ১ জন মারা গেছে

বেনাপোল সংবাদদাতা:-বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে সরকারী গাছ কাটার ঘটনায় আহত আজগার আলী (৫৮) মারা গেছে। চিকিৎসায় উন্নতি না হওয়ায় সোমবার বিকাল ৫ টার সময় ঢাকা থেকে বাড়ী ফেরার পথে যশোর আসলে সে মারা যায়। সে ওই গ্রামের তছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় মোট  নিহত হলো ৩ জন।
গত বৃহস্পতিবার (২৪এপ্রিল) রাতে ঝড়ে বেনাপোল-রঘুনাথপুর সড়কের সরকারি একটি গাছ সড়কের ওপর পড়ে। শুক্রবার সকালে রঘুনাথপুর গ্রামের নাসির উদ্দিন নাসু, গিয়াসউদ্দিন, ফুলউদ্দিন, আলাউদ্দিনসহ কয়েকজন ওই গাছ কেটে নিয়ে যাওয়ার চেস্টা করে।  এ সময় সরকারি গাছ বিধায় সাবেক  ইউপি সদস্য আব্দুল্লাহ গাছ কাটতে নিষেধ করলে  ক্ষিপ্ত হয়ে  নাসির উদ্দিনসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শামসুর রহমান বুদো ও আব্দুল্লাহ মেম্বারসহ ৬ জনকে মারাত্বক  জখম করলে হাসপাতালে যাওয়ার পথে আব্দুল্লাহ মেম্বর এবং হাসপাতালে বুদো মারা যায়। এ ঘটনায়  আহত  ৪ জনের মধ্যে আজগার  ৪ দিন চিকিৎসার পর   আজ সোমবার  বিকাল ৫ টার সময় ঢাকা থেকে বাড়ী ফেরার পথে যশোরে সে মারা যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান আজগার আলী মারা যাওয়ার কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *