‘নির্বাচন বর্জনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি’
ঢাকা : ঢাকা উত্তরে জাতীয় পার্টি সমর্থন নিয়ে মেয়র পদে প্রতিন্দন্দ্বীতা করছিলেন বাহাউদ্দিন আহমেদ বাবুল, দক্ষিণে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও চট্টগ্রাম মহানগরে সোলায়মান শেঠ।
এর আগে সোমবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে নির্বাচন বর্জন সংক্রান্ত জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সরকারে থাকা মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, দক্ষিণ সিটিতে জাপার প্রধান নির্বাচন সমন্বয়কারি ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তর সিটিতে প্রধান নির্বাচন সমন্বয়কারি ও প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল (প্রতীক চরকা) ও দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন (প্রতীক সোফা)।
বৈঠক সূত্রের দাবি, সিটি নির্বাচনে কোন কারচুপির অভিযোগ উঠলেই সবার আগে নির্বাচন বর্জনের ঘোষণা দিতে চায় জাতীয় পার্টি। এজন্য দলের মহাসচিবকে সকল প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।