‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যালটে সিল
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আলী আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটারদের বের করে দিয়ে ‘জয় বাংলা’স্লোগান দিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে ব্যালটে সিল মারা অভিযোগ পাওয়া গেছে।
এরই মধ্যে ওই কেন্দ্রে বেশির ভাগ ভোটারের ভোটে সিল মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সাধারণ ভোটাররা।
ভোটাররা অভিযোগ করেন, এই কেন্দ্রের এক কিলোমিটার দূরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোট নেওয়া শুরু হওয়ার পর তিন-চার শ যুবক হাতি প্রতীক নিয়ে ও জয় বাংলা স্লোগান দিতে দিতে কেন্দ্রে ঢুকে পড়ে। তারা ভোটারদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলে। পরে তারা আবার মিছিল নিয়ে বেরিয়ে যায়।
নিজেদের ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভোটাররা।
পরে ওই কেন্দ্রে গিয়ে হাতি প্রতীকে সিল মারা অবস্থায় কিছু ব্যালট পেপার পড়ে থাকতে দেখা যায়। ব্যালট পেপারের মুরিতে ভোটারদের স্বাক্ষরের স্থানে আঙুলের টিপসই দেখা যায়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফজলুল কাদের বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। এখানে মোট ভোটার দুই হাজার ৫১০ জন ভোটার। এরই মধ্যে ১৫ শ জনের ভোট পড়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বলেন, আমি কোনো অভিযোগ পাইনি। তবে, ব্যালটে সিল মারার বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার কাজ।