সাপাহার সীমান্তে বিএসএফ’র নির্যাতনে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত॥ আহত-১

Output file ss 14

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে আটকের পর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর নির্যাতনে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত ও আরো এক বাংলাদেশী গরু ব্যবসায়ী গুরুত্বর ভাবে আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাতে এ ঘটনাটি ঘটে। নিহত গরু ব্যবসায়ী সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের পুত্র নুরুল ইসলাম (৩৫)। আহত গরু ব্যবসায়ী একই উপজেলার রামাশ্রম শিমুলডাঙ্গা গ্রামের দোস্ত মোহাম্মদের পুত্র এসলাম আলী (৩০)। পতœীতলা ১৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল রফিকুল হাসান পিএসসি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের ২৩৯ নং পিলারের পাশ দিয়ে ১০/১২ জনের একদল বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের ৩১ বিএসএফ সনঘাট ক্যাম্পের টহল দল বাংলাদেশী গরু ব্যবসায়ীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও বিএসএফ’র হাতে ধরা পড়ে নুরুল ইসলাম ও এসলাম আলী। তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে প্রায় ১ ঘন্টাব্যাপী অমানুষিক নির্যাতন চালায় বিএসএফ। নিযার্তন শেষে গুরুত্বর আহতাবস্থায় রাত ৩টার দিকে ২৩৯ নং পিলারের পাশে বাংলাদেশী সীমানায় ওই ২জনকে ফেলে দিয়ে যায় বিএসএফ। আহতরা কোন রকমে বাড়ি আসার পর রাত পৌনে ৪ টার দিকে নুরুল ইসলাম নিজ বাড়ীতে মারা যায়। আহত এসলাম কে সকালেই স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৪ বিজিবি ’র অধিনায়ক লে: কর্ণেল রফিকুল হাসান পিএসসি আরো জানান, বিএসএফ’র নির্যাতনের শিকার ওই ২জনের হাত, পা, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চি‎হ্ন রয়েছে। তবে বৈদ্যুতিক শট বা অন্য কোন ভাবে নির্যাতন করা হয়েছে কিনা তা ময়না তদন্ত করলে জানা যাবে। বিএসএফ’র নির্যাতনে ২ বাংলাদেশী হতাহতের ঘটনায় সকালে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফর নিকট প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক রফিকুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *