বেনাপোল সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাড়ির যন্ত্রাংশ জব্দ
বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাড়ির যন্ত্রাংশ,প্লাষ্টিকের বাটি ও তাল মিছরি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১ টার সময় গাতিপাড়া সীমান্তের কাঁচা রাস্তার উপর থেকে এ সমস্ত মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ভারতীয় গাড়ির যন্ত্রাংশের একটি বড় চালান এদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গাতিপাড়া সীমান্তের কাঁচা রাস্তার উপর অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা তাদের সঙ্গে থাকা বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভিতর থেকে ২২৮ টি ভারতীয় গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ, ৫৩ টি প্লাষ্টিকের বাটি এবং ১৭ বোতল ভারতীয় তাল মিছরী জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৯,৫২,৬০০/- টাকা।
২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল আ: রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মালামাল বেনাপোল কাষ্টমসএ জমা দেওয়ার প্রস্তুতি চলছে।