সিলেটে স্কুলে ফাটল: ছুটি ঘোষণা
সিলেট: ভূমিকম্পে সিলেটের স্কলার্স হোম স্কুলের পাঠানটুলা ক্যাম্পাসে ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়ায় বিক্ষোভ করেছে অভিভাবকরা। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে স্কুলটি।
এ ঘটনা ঘটেছে আজ সোমবার সকালে।
জানা গেছে, সকালে শিক্ষার্থীরা স্কুলে এসে স্কলার্সহোম ১১ তলা ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার ক্লাসরুমের দেয়ালে ফাটল দেখতে পায়। আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিবাবকদের জানায়। তখন অভিভাবকরা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্তে আগামীকাল মঙ্গলবার স্কুলটি একদিনের ছুটি ঘোষণা করে।
স্কলার্স হোম স্কুলের পাঠানটুলা ক্যাম্পাসের শিক্ষর্থী তামিম আহমদের মা আফিয়া বেগম জানান, সকালে স্কুলে তার ছেলে তামিমকে দিয়ে যান তিনি। বাসায় যাওয়ার পর জানতে পারেন স্কুলের ভবনে ফাটল দেখা দিয়েছে। তাই পুনরায় তিনি স্কুলে আসেন এবং তামিমকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের ছুটি না দেওয়া অভিভাবকরা বিক্ষোভ করেছেন বলে জানান তিনি।
তবে স্কলার্স হোম স্কুল কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে নয় নির্মাণ ক্রুটির কারণেই ফাটল দেখা দিয়েছে ভবনটিতে।
স্কলার্স হোম স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, ‘বিল্ডিং কোড মেনেই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে জীবনের কোনো ঝুঁকি নেই। ফাটল মেরামত করতে একদিনের জন্য স্কুল ছুটি দেয়া হয়েছে।’