পাবনার ফরিদপুরে খ্যাপা কুকুরের কামড়ে ১১জন আহত : পৌরসভায় ভ্যাকসিন নেই
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : সম্প্রতি পাবনার ফরিদপুর উপজেলার বিভিন্ন গ্রামে খ্যাপা কুকুরের কামড়ে ১১জন আহত অতঃপর পৌরসভায় জলাতংক ভ্যাকিসন সরবরাহ না থাকায় আহত ব্যক্তিদের অভিভাবক মহল দিশেহারা।
গ্রামবাসী জানায়, ১টি লাল রংয়ের খ্যাপা কুকুর কয়েকটি গ্রামের বিভিন্ন বয়সি ছেলে মেয়ে সহ ১১জন ব্যক্তিকে কামড়ে আহত করেছে।আহতরা হচ্ছে এ উপজেলার নিশীপাড়া গ্রামের তারাপদর স্ত্রী কদম রাণী(৩৪), থানাপাড়া গ্রামের গোলজারের স্ত্রী অমেলা(৪০), আবুলের পুত্র হৃদয়(৫), বাসুদেবের স্ত্রী মিষ্টি রাণী(৫০), পালপাড়ার প্রভাষক খলিলুর রহমানের পুত্র নিরব(৭), বাবলুর স্ত্রী স্বাধীনা(৩৫), শুশান্তের কণ্যা সুবর্ণা(৬), সুমনের স্ত্রী শিরিন আক্তার(৩২), সমির পালের কণ্যা সাবিনা(৮), পার ফরিদপুর গ্রামের খোকনের স্ত্রী রাফেজা বেগম(৩৫), এবং সাভার এলাকার ডিম ব্যবসায়ী মাদাই আলী(৪২)। এদিকে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শ্রী রঞ্জন কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীর সহযোগীতায় বহু চেষ্টা করেও খ্যাপা কুকুরটিকে মারা সম্ভব হয়নি। এরূপ খ্যাপা কুকুরের কামড়ে ১১জন আহত হওয়ায় ফরিদপুর উপজেলার বিভিন্ন গ্রামবাসী আতংক গ্রস্থ হয়ে পড়েছে।