নাশকতা ও সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পুরন হবে না : রাশেদ খান মেনন এমপি
কাজী আশরাফ,লোহাগড়া(নড়াইল) : নাশকতা ও সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পুরন হবে না। জনগনের গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক স্বপ্ন ও প্রত্যাশার সাথে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০ দলকে জঙ্গীবাদ ও সন্ত্রাসের পথ ছাড়তে হবে। অপশক্তি কখনো শুভ হতে পারে না। তিনি আরও বলেন,হরতাল অবরোধ করে বিএনপি-জামায়াত জোট শিক্ষার্থীদের পিছিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমান সরকার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সর্বদা সচেষ্ট ছিল বলে সময় মতো পরীক্ষা শেষ হয়েছে। তিনি গতকাল নড়াইলের লোহাগড়ায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে একথা বলেন। নড়াইল-২ আসনের এমপি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি এ্যাড.সুবাস বোস,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,জেলা প্রশাসক আব্দুল গফফার খান,পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম,উপজেলা আ’লীগ সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু,লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোকতার হোসেন,আ’লীগ নেতা মনজুরুল করিম মুন,আজাদ রহমান,আব্দুল হাই প্রমুখ। এদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বিকাল সাড়ে ৩ টায় আর এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে যোগদান করেন।