মংলায় ইসলামি ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা : অভিযোগে আটক ২
মনির হোসেন, মংলা, বাগেরহাট: ইসলামী ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করেছে মংলা থানা পুলিশ। মঙ্গলবার শহরের শেখ আব্দুল হাই সড়কে অবস্থিত ওই ব্যাংকে এ ঘটনা ঘটে। আককৃতরা হলেন- রামপাল উপজেলার গৌরম্বা গ্রামের মোছলেম শেখের ছেলে আলামিন হোসেন(৩২) এবং মংলার চিলা ইউনিয়নের ইসমাইল শেখের ছেলে মো. রুবেল শেখ(৩৫)। তবে বিকাল ৪টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
থানার ডিউটি অফিসার স্বপন মুঠোফোনে এ প্রতিবেদককে বিকাল ৪টায় জানান- দুপুর সাড়ে ১২টার দিকে ওই দুই যুবক ইসলামী ব্যাংকে প্রবেশ করে। পরে সেখানে মজিবুর রহমান নামের ব্যাংকের এক গ্রাহককে তারা টার্গেট করে।
থানার এ সহকারী উপ-পরিদর্শক আরো জানান- মজিবুর একাউন্ট থেকে ৭৩ হাজার টাকা উত্তোলন করে গোনার সময় ওই চক্রের আলামিন তাকে ধাক্কা দিলে সে (মজিবুর রহমান) মেঝেতে পড়ে যায় । পরে টাকা নিয়ে পালানোর সময় ব্যাংকের গার্ড আলামিনকে ধরে ফেলে। পরে চক্রের অপরজন রুবেল থানায় গিয়ে আলামিনের সাথে দেখা করতে গেলে ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ থেকে তাকেও চিহ্নত করে আটক করা হয়।
এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই অফিসার।