সাভারে ধসে পড়া রানা প্লাজার দু’বছর পুর্তিতে বিভিন্ন কর্মসূচি
আবুল কাশেম, ঢাকা : ঢাকার নিকটবর্তী সাভারে ২৪ই এপ্রিল ২০১৩ইং তারিখে বিশ্ব কাঁপানো ধসে পড়া রানা প্লাজার দুই বৎসর পুর্তিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত ধসে পড়া রানা প্লাজার সামনে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও রানা প্লাজা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে এই অবস্থান কর্মসুচি পালন করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগের আয়োজনে রানা প্লাজার সকল শহীদ শ্রমিকদের আতœার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে মোমবাতি প্রজ্জলিত করেন ও নিহত শ্রমিকদের আতœার প্রতি দোয়া মাগফিরাত করেন । এই মোমবাতি প্রজ্জলিত কর্মসূচিতে উদ্বোধন করেন সাভারের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান এনাম ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীবৃন্দরা এবং পরদিন শুক্রবার সকালে ধসে পড়া রানা প্লাজার সকল নিহত ও আহত শ্রমিকদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রমিক অংগ সংগঠন । ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ধসে পড়া রানা প্লাজার সকল নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের কান্নায় সাভারের আকাশ বাতাস ভাড়ি হয়ে উঠে । এই শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন ঢাকা জেলার প্রশাসক তোফাজ্জল মিয়া ও ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান । তাছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো নিহত শ্রমিকদের স্বরণে আলোকচিত্র প্রর্দশনের আয়োজন করেছে । ধসে যাওয়া রানা প্লাজার দুই বৎসর পুর্তিতে বিভিন্ন হাসপাতাল গুলোতে রানা প্লাজার আহত শ্রমিক ও তাদের স্বজনদের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে। ধসে যাওয়া রানা প্লাজার সকল জড়িত আসামিদের ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমিক অংগ সংঘঠন গুলো । যেকোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য রানা প্লাজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।