আত্রাইয়ে খড়ের পালা থেকে অস্ত্র উদ্ধার
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই থানা পুলিশ উপজেলার হিঙ্গুলকান্দি গ্রামের জনৈক ইলেকট্রনের (৩৫) খড়ের পালা থেকে দেশীয় তৈরি একটি রিভালভার, একটি রামদা ও ৪টি ইন্ডিয়ান পটকা উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই গ্রামের মৃত ইব্রাহিম খলিলের পুত্র নাছির উদ্দীন ওরফে ইলেকট্রনের একটি খড়ের পালা ঝড়ে উড়ে গেলে স্থানীয় লোকজন সেখানে একটি দেশীয় তৈরি অস্ত্র এলজি (রিভালভার) দেখতে পায়। বিষয়টি স্থানীয় লোকজন পুলিশকে জানালে আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান ও ওসি (তদন্ত) শামসুল আলম ফোর্সসহ ঘটনাস্থল থেকে উল্লেখিত অস্ত্রগুলো উদ্ধার করে। আত্রাই থানার ওসি বলেন, ইলেকট্রন গত ৪ এপ্রিল এলাকার একটি ছিনতাই মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে আছে। অস্ত্র উদ্ধার ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।