আত্রাইয়ের পতিসরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
আত্রাই (নওগাঁ) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য নওগাঁর আত্রাইয়ের পতিসরে তার কাচারি বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাজাহান মিঞা ও প্রখ্যাত লেখক আইয়ুব হোসেন। শুক্রবারে তারা পতিসর কাচারি বাড়ি পরিদর্শনে আসেন। এর আগে তারা সমগ্র নওগাঁ জেলায় মুক্তিযুদ্ধের ওপর গবেষণার জন্য শুক্রবার সকাল ৯ টায় নওগাঁ সার্কিট হাউসে এশিয়াটিক সোসাইটির আয়োজনে এক আলোচনা সভায় মিলিত হন। সভায় গবেষণার দিক নির্দেশনামূলক আলোচনা করেন, এর পর দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. হারুন অর রশিদ তাঁর সফর সঙ্গী নিয়ে আত্রাই উপজেলার পতিসর বিশ্ব কবি রবীন্দ্রনাথের কাচারি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, পতিসরে আসার রাস্তাগুলো দারুনভাবে নষ্ট হয়ে গেছে, জরুরি ভিত্তিতে রাস্তাগুলো সংস্কার করা প্রয়োজন এবং কাচারি বাড়ির এলাকা সংরক্ষনের ব্যাবস্থা করাও দরকার।