সাভার হেমায়েতপুরে চামড়া শিল্পের বর্জ্য শোধনাগারের উন্নয়নকাজ পরিদর্শন করেন শিল্প মন্ত্রী
আবুল কাশেম, সাভার ঢাকা : বৃহষ্পতিবার দুপুরে ঢাকার নিকটবর্তী সাভারে হেমায়েতপুরের হরিণধরায় চামড়া শিল্প নগরীর কেন্দ্রিয় বর্জ্য শোধনাগারের উন্নয়নকাজ পরিদর্শন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, আজ চামড়া শিল্পের কারণে ঢাকা শহর দুষিত হয়ে পড়েছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, বেঁধে দেয়া সময়সীমার মধ্যে রাজধানীর চামড়া শিল্প যদি সাভারে হেমায়েতপুরের হরিণধরায় স্থানান্তর করা না হয় তাহালে শিল্প মালিকদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে তা বাধ্য করা হবে। তিনি আরো বলেন, বরাদ্দ নেয়া জমির সীমানা প্রাচীর করলেই হবে না, দৃশ্যমান স্থানান্তরের কাজ করতে হবে তা না হলে যে কোন মূহুর্তে বরাদ্দ বাতিলসহ সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়া হবে বলে চামড়া শিল্প মালিকদের সতর্ক করে দেন। মন্ত্রী মহোদয় শিল্প নগরীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং চামড়া শিল্প স্থানান্তরে মালিকদের দৃশ্যমান উন্নয়ন কাজ চোখে না পড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন । এসময় উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান. বাংলাদেশ ফিনিস লেদার এ্যান্ড ফুড ওয়্যারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের. স্থানীয় ইউপি সদস্য শাহা আলমসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।