সাভারে ব্যাংক ডাকাতি, ঝিনাইদহের শৈলকুপায় নিহত শাহাবুদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম
শৈলকুপা,ঝিনাইদহ : সাভারে ব্যাংক ডাকাতিকালে নিহত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের এক সময়ের মেধাবী ছাত্র শাহবুদ্দিনের বাড়িতে চলছে শোকের মাতম। ব্যাংক ডাকাতিকালে নিহত ৮ জনের মধ্যে শাহাবুদ্দিন একজন। তিনি শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামের সামসুদ্দীন মোল্লার ছেলে। নিহতের সেজ ভাই নাসির উদ্দীন জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক সময়ের মেধাবী ছাত্র ছিলেন সবার বড় শাহাবুদ্দীন। পড়াশোনার পাঠ শেষ করে মনোনিবেশ করেন ব্যবসায়ে। সাভারের কাঠগোড়া এলাকায় গড়ে তোলেন গ্লোরিয়াস ফ্যাশান নামের একটি প্রিন্টিং কারখানা। ঘটনার সময় তিনি টাকা তুলতে সাভারে বাংলাদেশ কমার্শিয়াল ব্যাংকে যান। এ সময় ডাকাতদের আক্রমণে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা আক্রান্ত হলে সাহসী শাহাবুদ্দীন প্রতিরোধ করেন। এ সময় ডাকাতদের গুলিতে শাহাবুদ্দীনও নিহত হন। বড় সন্তানকে হারিয়ে বৃদ্ধ বাবা সামসুদ্দিন ও স্ত্রী নাজনিন নাহার এখন বাকরুদ্ধ। মা না থাকলেও চার ভাই ও চার বোনের হাহাকারে ভারি হয়ে উঠেছে লক্ষণদিয়া গ্রাম। নয় ভাই বোনের মধ্যে শাহাবুদ্দিন (৫৫) ছিলেন সবার বড়। ১৬ বছর আগে শাহাবুদ্দীন বিয়ে করেন ঢাকার গোপিবাগে। তাদের কোন সন্তান নেই। স্ত্রী ও আপন দুই ভাই নিয়ে শাহাবুদ্দীন ঢাকায় বসবাস করতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি এখন চরম বিপাকে পড়েছে। ঢাকা থেকে লাশ আসার পর বুধবার বাদ মাগরিব শৈলকুপার লক্ষণদিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে শাহাবুদ্দীনকে দাফন করা হয়েছে বলে ভাই নাসির উদ্দীন জানান।