শাহ আমানতে ৫৯টি স্বর্ণ বারসহ আটক ১
চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৃথক দুই ঘটনায় ৫৯টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ৫৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।
বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মো. সেলিম রেজা বলেন, ‘ওমান থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ০২৪ এর সিটের নিচে তল্লাশি চালিয়ে ৫৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
৫৪টি স্বর্ণের বারের ওজন প্রায় ৬ কেজি ৩০০ গ্রাম বলে জানান সহকারী কমিশনার মো. সেলিম রেজা।
এদিকে ৫টি স্বর্ণের বারসহ ওমান এয়ারের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ২৫ লাখ টাকা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানবন্দরে স্বর্ণগুলো জব্দ করা হয়। এ ঘটনায় আটক নুরুচ্ছফা চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মালেকিন নাছির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নুরুচ্ছফা নামের এক যাত্রীকে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়।’
স্বর্ণের বারগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান তিনি।