ভোলাহটে রাস্তার উপর বাজার বসিয়ে অসাধু চক্রর চাঁদা আদায় করায় বৈধ হাট জনশূণ্য

BHOLAHAT PHOTO NEWS-23-04-2015.doc-320x240ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাট উপজেলার বিভিন্ন রাস্তার উপর হাট বসিয়ে এক শ্রেনির অসাধু চক্র চাঁদা আদায় করায় বৈধ হাটগুলো দিন দিন জনশূন্য হয়ে পড়ায় ইজারাদারেরা হতাশ। উপজেলার ঐতিহাসিক কানারহাট উপজেলা পরিষদের থেকে ইজারা গ্রহণ করা হলেও সেখানে হাট না বসে পাশের জনগুরুত্বপূর্ণ হাট সংলগ্ন মেডিকেল মোড় হতে মুন্সিগঞ্জ মহানন্দা নদী রাস্তার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্মুখে বাজার বসিয়ে যাত্রী চলাচলে চরম দূর্ভোগে পড়তে হচ্ছে। স্থানীয়রা জানান, পাশের কানারহাট সরকারের নিজস্ব হাট থাকতে সেখানে পণ্য বেচাকেনা না করে রাস্তার উপর বাজার বসিয়ে স্থানীয় একশ্রেনির অসাধু চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছে। ফলে একদিকে যেমন ঐতিহাসিক কানারহাটটি জনশূণ্য হয়ে পড়ে তার ঐতিহ্য হারাচ্ছে তেমনী ইজারাদার টোল আদায় থেকে বঞ্চিত হচ্ছে। অপর দিকে অবৈধ ভাবে অসাধু চক্রের ছত্রছায়ায় গড়ে উঠা ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্মুখে রাস্তায় বাজার বসায় পথচারিদের রাস্তা যাতাযাত করতে পড়তে হচ্ছে চরম দূর্ভোগে। এলাকাবাসি অবৈধ এমন বাজারগুলো উচ্ছেদ করে নির্দৃষ্ট সরকারী হাটে বাজার বসানোর দাবী করেছেন। এলাকাবাসি অভিযোগ করে বলেন, অবৈধ বাজারগুলো উচ্ছেদের জন্য স্থানীয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোন উদ্যোগ লক্ষ্য করা জায়নি। শুধূ রাস্তার উপর এ বাজারটি নয় ইমামনগর, উপজেলা সংলগ্ন পুরাতন বাসষ্টান্ডসহ একাধীক স্থানে রাস্তার উপর বাজার বসায় কাছাকাছি হাটগুলোতে পণ্য বিক্রয়কারীরা তাদের পণ্য নিয়ে হাটগুলোতে নিয়ে যেতে আগ্রহ হারাচ্ছে। অপর দিকে পথ চারিদের যাতাযাতে দূর্ভোগে পড়ে হচ্ছে এবং বাজার ইজারা গ্রহিতারা প্রয়োজনীয় টোল না পাওয়ায় হতাশ হয়ে পড়ছেন।

ছবিক্যাপশন: ভোলাহাটের গোহালবাড়ী রাস্তা ঘিরে এ ভাবেই বাজার বসিয়েছে অবৈধ চক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *