যৌন হয়রানীর প্রতিবাদে ঝিনাইদহ জেলা শহরে ঘন্টাব্যাপী মানববন্ধন

manobbondhon 22.4আলিফ আবেদীন গুঞ্জন, ঝিনাইদহ : “নারীকে মানুষ হিসেবে দেখুন, চিনুন, সম্মান করুন!” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি যৌন হয়রানীর প্রতিবাদে বুধবার  সকালে ঝিনাইদহ জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে ঝিনাইদহ জেলার বেসরকারী এনজিও ও বেসরকারী সংগঠন দুর্বার নেটওয়ার্ক সহ বিভিন্ন স্কুল কলেজের ৫শতাধিক ছাত্রী অংশ নেয়। ইউ এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন এর পরিচালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ অমিনুর রহমান টুকু, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের অব:প্রাপ্ত উপাধ্যাক্ষ এন এম শাহজালাল, অধ্যাপক এহতেশামুল হক নতুন, শোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, এইড’র উপ-পরিচালক (কর্মসূচি) আশাবুল হক, এইডের ডিডিএ আব্দুর রশীদ, সোলার ইরিগেশন এর প্রকল্প সমন্বয়কারী চন্দন বসু মুক্ত, এইডের ড্রিম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ, প্রতিবন্ধি শিশু পুনর্বাসন কর্মসূচির উপ-কর্মসূচি সম্বনয়কারী সুরাইয়া পারভীন শিল্পি,প্রগ্রাম অফিসার ফাতেমা জাহান রুমা,কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এনামুল কবির টিপু ,এইড’র প্রগ্রাম অফিসার মাহামুদ আলী, এইড’র হিসাবরক্ষক রুমাইয়া ইয়াসমিন রুনা, ইসিডি শিক্ষক মাকসুদা আক্তার স্বণ,এইডের ড্রিম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ, এরিয়া ম্যানেজার বিষ্ণুপদ ঘোষ,নাসির উদ্দিন,তৌহিদুর রহমান ডিটো, ময়না খাতুন,মিতা,জোনাকী প্রমূখ। বক্তাগন ১লা বৈশাখ বাংলা নববর্ষের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় কয়েকজন নারীকে দলবদ্ধভাবে কিছু পুরুষ যৌন আক্রমন করার প্রতিবাদ জানান এছাড়াও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একছাত্রীর উপর রাজধানীর চাঁনখারপুল এলাকায় যৌন আক্রমন করার প্রতিবাদ জানানো হয় । দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবী জানান বক্তাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *