বেনাপোল চেকপোস্টে বাংলাদেশী মহিলা পাসপোর্ট যাত্রীকে পিটিয়ে আহত করেছে বিএসএফ
বেনাপোল : বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টে হাসুরা বেগম (৩৪) নামে বাংলাদেশী এক মহিলা পাসপোর্ট যাত্রীকে পিটিয়ে অহত করেছে বিএসএফ । মারাত্মক আহত হাসুরাকে অজ্ঞান অবস্থায় ভ্যানযোগে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের মাঝে আতংক বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে তাৎক্ষনিক ভাবে প্রতিবাদ জানানো হয়েছে।
হাসুরার ছোট বোন তনু বেগম জানান, তারা আজ বুধবার সকালে পাসপোর্ট যোগে ভারত থেকে দেশে ফেরার পথে বেনাপোলে চেকপোস্টে পৌছায়। ভরাতীয় পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের এস আই সুরেন্দ্র সিংহ কোন কারন ছাড়াই হাসুরাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে পিটিয়ে জখম করে। বিএসএফ’র নির্যাতনে হাসুরা অজ্ঞান হয়ে পড়লে বিএসএফ তাকে ভ্যান যোগে বাংলাদেশে ফেরত পাঠায়। তার অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত চিকিৎসা দিতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আহত হাসুরা যশোর শহরের চাচড়া ডাল মিল এলাকার জামাল শেখের স্ত্রী। তার পাসপোর্ট নাম্বার বিসি-০৬৩৬৪৮২।
বিজিবির ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল জাহাংগীর হোসেন জানান, বাংলাদেশী মহিলা পাসপোর্ট যাত্রী বিএসএফ কর্তৃক নির্যাতনের ঘটনায় বিএসএফ’র কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের সিদ্ধান্ত নেয়া হবে।