বাগেরহাটের মোরেলগঞ্জে ৮ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা অবমুক্ত

Photo 22.4.15renupona kkkkবাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে কোষ্টগার্ডের হাতে আটক ৮ লাখ বাগদা চিংড়ির রেণু পোনা বুধবার নদীতে অবমুক্ত করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে আটক ফিশিং ট্রলার দু’টিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কোষ্টগার্ড মোরেলগঞ্জ কন্টিনজেন্ট কমান্ডার মো. মাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টায় তারা পানগুছি নদীতে অভিযান চালায়। এ সময় ৫ জন জেলেসহ অবৈধ রেণু পোনাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করে কোষ্টগার্ড।
৮ লাখ রেণুপোনা নিয়ে ট্রলার দু’টি পটুয়াখালীর মহিপুর থেকে বাগেরহাটের রামপাল যাচ্ছিল। ৫জন জেলেসহ ট্রলার দু’টিকে বুধবার দুপুরে মোবাইল কোর্টে হাজির করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ. এম সাইফুল ইসলাম ট্রলার মাঝি আনোয়ার হোসেন (৫৫) ও মো. সোহাগ চৌকিদার(২৫)কে ৫হাজার টাকা করে জরিমানা ও রেণু পোনা নদীতে অবমুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *