ঝিনাইদহে উপকার ভোগীর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে ২দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন

doctor seba22.4আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদ : বুধবার সকালে ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০১৪-২০১৫ অর্থ বছরের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় উপকার ভোগীর স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌর সভার ৮০০জন উপকার ভোগীর স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদানসহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী প্রদানের লক্ষ্যে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ২দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা:আব্দুস সালাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার জাহিদ আহমেদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এমএ মতিন, ইউ এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা:আরিফ আহমেদ, ডা:অন্তরা রাহুত প্রমূখ। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম আলোচনা শেষে ২দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন ঘোষনা করেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  ৮০০জন উপকার ভোগীর স্বাস্থ্য সেবার জন্য প্রত্যেককে একটা করে সাবান, স্যাভলন লিকুইড ও ৪প্যাকেট করে ওরস্যালাইন প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক রোকেয়া খাতুন, ক্যাডেট সুপারভাইজার তাসলিমা খাতুন ও কম্পিউটার অপারেটর এস.এম সোহেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *