মোল্লাহাটে সিধেল চুরি’র ঘটনায় আতঙ্কে গ্রামবাসি
এম এম মফিজুর রহমান মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাট উপজেলার গিরিশনগর গ্রামে সিধেল চুরি’র ঘটনায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। কিছুদিন পূর্বে ওই গ্রামে ডাকাত দলের হামলায় চান মিয়া মোল্লা সহ কয়েকজন যখম হওয়া এবং গত সোমবার দিনগত রাতে এক বাড়ি সিধেল চুরি ও আর এক বাড়ি সিধ কাটার ঘটনা এ আতঙ্কের কারণ বলে জানান ওই এলাকার গ্রাম পুলিশ বিমল বিশ্বাস, গ্রাম পুলিশের ভাষ্যমতে সোমবার দিনগত রাতের যেকোন সময় তার ভাই মৃত ফটিক বিশ্বাসের ছেলে চৈতন্য বিশ্বাসের ঘরে সিধ কেটে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের স্বর্ণের ২টি চেইন ও ২টি আংটি নিয়ে যায় চোর/চোরেরা, এছাড়া কোন কিছু খোয়া না গেলেও ওই রাতেই পাশের বাড়ির তরুন কান্তি বিশ্বাসের ঘরেও সিধ কাটে চোর/চোরেরা । গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন চৌধুরী বলেন-এলাকায় চুরির ঘটনায় গ্রামের সকলেরই দিন কাটছে চরম আতঙ্কে, গত কয়েকরাত তিনি নিজে না ঘুমিয়ে রাত যেগে গরুর গোয়াল পাহারা দিচ্ছেন । থানা ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন-এখনো কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।