ঝিনাইগাতীতে সরকারী বট বৃক্ষ গোপনে বিক্রির পায়তারা
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিষ্ণপুর চরনতলা গ্রামে সরকারী জায়গার বট বৃক্ষ গোপনে বিক্রির পায়তারা চলছে। ওই গ্রামে জমিদার আমলের প্রায় দেড়শত বছরের বিশাল বট বৃক্ষটি সম্প্রতি গোঁড়া পঁচে মাটিতে পড়ে যায়। সরকারী জমিতে ওই বট বৃক্ষের জন্ম। ৬২ শতাংশ জমি রয়েছে ওই বট বৃক্ষটি ঘিরে। যা কাগজপত্রে দেখা যায়, ১৯৮২ সালে বিআরএস রেকর্ডে বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, শেরপুর এর নাম অন্তর্ভূক্ত রয়েছে। কিন্তু ওই রেকর্ড অমান্য করে জোর পূর্বক চরনতলা বারোয়ারী কালী পূজা কমিটির সভাপতি পিযুশ কান্তি মোদক ও সম্পাদক কৃষ্ণ মোদক বট গাছটি বিক্রির জন্য গত ২৪/০৩/২০১৫ ইং তারিখে স্বাক্ষরবিহীন একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে নগদ ৩০ হাজার টাকা জামানত উল্লেখ করা হয়। পূজা কমিটি সরকারের চোখ ফাঁকি দিয়ে গোপনে বট বৃক্ষটি বিক্রির পায়তারা করছে বলে এলাকাবাসী স্থানীয় প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি সম্পের্কে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে চরনতলা বায়োরী কালী পুজা কমিটির সভাপতি ও সম্পাদককে বার বার মোবাইল ফোনে চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।