ঘোড়াঘাটে ৪টি পাকা রাস্তার বেহাল দশায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে ৪টি পাকা রাস্তার বেহাল দশায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজার থেকে মিশন মোড় পর্যন্ত ২ কি.মি, রাণীগঞ্জ বাজার থেকে বুলাকিপুর হাট পর্যন্ত ৬ কি.মি., রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগীহাট পর্যন্ত ৮ কি.মি. ও ওসমানপুর বাজার থেকে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বাজার পর্যন্ত ১০ কি.মি. পাকা রাস্তার মাঝে মধ্যে ইট, পিচ উঠে গিয়ে ছোট বড় শত শত গর্তের সৃষ্টি হয়েছে। ওই রাস্তাগুলো দিয়ে যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও আধা ঘণ্টার রাস্তা পারাপার হতে দেড়-দুই ঘণ্টা সময় লাগছে। এতে স্কুল কলেজগামী শিক্ষক শিক্ষার্থী সহ চাকুরীজীবি লোকজনকে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। এ ব্যাপারে এলাকার অভিজ্ঞমহল ঘোড়াঘাট পাকা রাস্তা ৪টি সংস্কারের জন্য সড়ক কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।