ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধার নতুন ভবন ‘বীর নিবাস’ শুভ উদ্বোধন

volahat bir mukti nibash21.4চাঁপাইনাবগঞ্জ : ভোলাহাটে ৫মতম বীরমুক্তিযোদ্ধা ওয়ারেশ আলীর ভবন (বীর নিবাস) শুভ উদ্বোধন সোমবার সকাল সাড়ে ১০টায় ২নং গোহালবাড়ী ইউনিয়নের কালীতলা গ্রামে আনুষ্ঠানিতার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধার ভবন উদ্বোধন উপলক্ষে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো: রফিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাষ্টার, উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার এস.এম.মুঞ্জুর-এ মওলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, আওয়ামীলীগ নেতা ও প্রধান শিক্ষক আল-আমিন মাষ্টার, আ’লীগের ওয়ার্ড সভাপতি আল-আমিন, যুবলীগ সাধারণ সম্পাদক বাবলু মমিন, রকিবুজ্জামান, উপজেলা এলজিইডি এস,এ,ই এনামুল হক, কর্ম সহায়ক শওকত আলী, ঠিকাদার বাবুল আক্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ। এ ছাড়াও উপজেলা আ’লীগ ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ-সুধীজন উপস্থিত ছিলেন।
গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান হিসেবে অসহায়-অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের নতুন বাড়ী (বীর নিবাস) নির্মাণ ভোলাহাটে অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ১৬ নভেম্বর/১৪ কাজটি শুরু হয়ে ১০এপ্রিল/১৫ শেষ হয়েছে। এ বাড়ীটি তৈরীতে মোট প্রাক্কলিত ব্যয় হয়েছে ৮লাখ, ২৫হাজার টাকা বলে জানান, কাজটির ঠিকাদার মাহবুবা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী দেলওয়ার হোসেন বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *