মতলবে ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেস খাদে ॥ আহত ১০
মো.খোরশেদ আলম, মতলব দক্ষিণ (চাঁদপুর) : চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কে ঢাকাগামী যাত্রীবাহী বাস জৈনপুরী এক্সপ্রেস (ঢাকামেট্রো জ ১৪-০২৫৯) মতলব দক্ষিণ উপজেলার নাগদা নামক স্থানে খাদে পড়ে ১০জন আহত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ীর চালক পলাতক রয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়,বাবুরহাট থেকে ছেড়ে আসা জৈনপুর এক্সপ্রেস মতলব মেক্সিষ্ট্যান্ড কাউন্টার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার পথে নাগদা নামক স্থানে মোড় ঘুরার পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে খাদে পড়ে যায়। দূর্ঘটনার সাথে সাথে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের বের করে আনে। এ সময় বাসটির চালক সিরাজ পালিয়ে যায়। আহতরা হলেন শাহনাজ(৩২), রাবেয়া (১৬), তাহসান(১২), উর্মি(০৬), রাসেলসহ আরো পাঁচজন। তারা মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়। বাসের অপর যাত্রীদের অন্য একটি বাসে করে ঢাকায় পাঠানো হয়। আহতযাত্রীরা জানান, চালক বেপড়োয়া গতিতে বাসটি চালানোর কারণে এ দূর্ঘটনা হয়।