ভোটের দু’দিন আগে নামতে পারে সেনা, সিদ্ধান্ত আজ
ঢাকা: ঢাকা (উত্তর ও দক্ষিণ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে নিরপেক্ষ করতে সেনাবাহিনী মোতায়েন হতে পারে বলে নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে। এ বিষয়ে বৈঠকেও বসেছে নির্বাচন কমিশন। এ বৈঠকেই সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ সকল কমিশনারকে নিয়ে এ বৈঠক বসেন।
নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলম জানান, আপনারা আজকের মধ্যে জানতে পারবেন সেনাবাহিনী মোতায়নের বিষয়টি। কমিশন বৈঠক শেষে তা জানিয়ে দেয়া হবে।
এদিকে ইসির এক কর্মকর্তা জানান, সিটি নির্বাচনে চারদিনের জন্য সেনাবাহিনী নামাতে পারে ইসি। আগামী ২৬ থেকে ২৯ এপ্রিল অর্থাৎ ভোটের দু’দিন আগে, নির্বাচনের দিন এবং তার পরেরদিন মোট এ চারদিন সেনাবাহিনী মাঠে থাকতে পারে।