প্রবৃদ্ধি অর্জনে দরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান
ঢাকা: ২০১৫ পরবর্তীতে টেকসই উন্নয়নের জন্য দরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান। যেখান থেকে আরো বেশি রেমিটেন্স আসবে। অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে যা কাজে লাগানো যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক ২০১৫-তে পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অর্থায়নের ওপর বৈশ্বিক আলোচনার বিডত্তিতে উন্নয়ন অর্থায়নের উদ্দেশ্য সাধনে কিভাবে বহির্গমন ও রেটিট্যান্স কাজ করতে পারে সে বিষয়ে প্যানেল বক্তারা আলোচনা করে। এতে প্যানেল আলোচনায় অংশ নিয়ে গভর্নর এ কথা জানান।