সুন্দরগঞ্জে গোডাউনের চাবি কেড়ে নেয়ায় ভিজিডি কার্ডের মাল ৪ মাসেও বিতরণ হয়নি

oniyom durniti logoমোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের গোডাউনের চাবি এক সদস্য কেড়ে নেয়ায় ১৪৫ ভিজিডি কার্ডধারীর চাল ৪ মাসেও বিতরণ হয়নি।
জানা গেছে, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহিন সদস্যদের সমম্বয়ে ২০১৫-১৬ অর্থ বছরে ভিজিডি কার্ডের তালিকা যথানিয়মে সম্পন্ন করেন। কিন্তু বিদ্রোহী ২ ইউপি সদস্য ও ১ সংরক্ষিত মহিলা সদস্যের অন্যায় ও অতিরিক্ত আবদার চেয়ারম্যান পূরণ না করায় তারা নিয়মের বিরোধীতা করতে থাকেন। এরই সূত্র ধরে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারের মিথ্যা অভিযোগ বিভিন্ন দপ্তরে দাখিল করেন। শুধু তাই নয় গত মার্চ মাসে মাল বিতরণ করার জন্য গোডাউন খোলার সময় মহিলা সদস্যা রহিমা বেগম গ্রাম পুলিশ আনারুলের হাত থেকে চাবি কেড়ে নিয়ে সটকে পড়েন। যার কারণে গোডাউন খুলতে না পাড়ায় মাল বিতরণ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উক্ত ২ ইউপি সদস্য ও ১ সংরক্ষিত মহিলা সদস্যা তাদের প্রাপ্ত ভিজিডি কার্ডের বরাদ্দের চেয়ে ৩ গুণ বেশি লোকের কাছ থেকে টাকা  নিয়েছে। সে মোতাবেক চেয়ারম্যানের নিকট কার্ডের দাবি করলে তিনি নাকোচ করেন। এদিকে টাকা প্রদানকারীদের চাপে ইউপি সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। তাই তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে কার্ড প্রদানের মিথ্যা আশ্বাস দিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন। ইউপি চেয়ারম্যান জানান, চাবি কেড়ে নেয়ার ব্যাপারে সভা ডেকে উক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে রেজুলেশন করা হয়েছে। সেই রেজুলেশনের কপি ও চাবী হস্তান্তরের দাবী জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *