নাগরপুরে ঝড়ের তান্ডব : শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

nagorpur jhorer tandob19.4নাগরেপুর(টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুরে শনিবার রাতে বৈশাখী ঝড়ের আঘাতে শিক্ষা প্রতিষ্ঠানসহ কম পক্ষে ৫০টি পরিবারের কাঁচা ঘর বাড়ী বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উপজেলা সদরের বাবনা পাড়া এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া বহু গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
শনিবার মধ্যরাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় নাগরপুরে আঘাত হানে। ঝড়ের তান্ডবে উপজেলার চৌবাড়িয়া আহম্মদিয়া দাখিল মাদ্রাসার টিনের চাল উড়ে যায়। খোলা আকাশের নিচে মাদ্রাসার শিক্ষার্থীরা পাঠ দান করছে। লন্ডভন্ড হয়ে গেছে কম পক্ষে ৫০ পরিবারের কাঁচা ঘরবাড়ী। এছাড়া বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় উপজেলা সদরের বাবনা পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের সাথে শিলা বৃষ্টিপাতের কারনে সব্জি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। টাঙ্গাইল পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম মো. তানজিমূল হক জানান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এলাকার বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *