চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত॥
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিমতলা ও চাকুলিয়া সীমান্তে বিজিবি –-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পৃথক দু’টি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দামুড়হুদার নিমতলা ও চাকুলিয়া সীমান্তে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক, এস এম মনিরুজ্জামান, বিজিবিএম জানান, রোববার সকাল ১০ টা থেকে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দামুড়হুদার নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর নিকট শুন্য রেখা বরাবর আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নিমতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার নাজমুল হক এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ গেদে ক্যাম্প কমান্ডার বলজিত শিং। একই দিন সকাল ১১ টা থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত একই উপজেলার ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৮ এর নিকট শুন্য রেখা বরাবর চাকুলিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার শফিকুল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ মালুয়াপাড়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর আর এন মন্ডল। উক্ত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত থেকে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।