লোহাগড়া পৌরসভা কর্তৃপক্ষের অনিয়োমের যেন অন্ত নেই : শ্রমিকদের বিক্ষোভ
লোহাগড়া(নড়াইল) : নড়াইলের লোহাগড়া পৌরসভা কর্তৃপক্ষ ইঞ্জিনচালিত ভ্যান চালকদের কাছ থেকে অবৈধভাবে প্রতিদিন ভ্যান প্রতি পাঁচ/দশ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে লোহাগড়া পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে ভ্যান শ্রমিকরা। রোববার(১৯ এপ্রিল) দুপুর ১২ টার দিকে লোহাগড়া উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে শতশত ভ্যান চালক এ কর্মসূচীতে অংশ নেয়। উপজেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারেজ শেখ অভিযোগ করেন, পৌর এলাকার লক্ষীপাশায় কোন ভ্যান স্ট্যান্ড নেই অথচ পৌর কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে চালকদের কাছ থেকে ৫/১০ টাকা চাঁদা নিচ্ছেন। স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ভ্যান চালকদের স্ট্যান্ড নেই। প্রতিদিন তারা দোকানদারদের গালাগালি শোনে। নাগরিক সুযোগ সুবিধা নেই কিন্তু অবৈধভাবে ইজারা দিয়ে চাঁদা তোলা হচ্ছে’।
সূত্র জানায়, এ এলাকায় প্রায় ৬ শতাধিক ভ্যানে স্থানীয়ভাবে মোটরইঞ্জিন লাগিয়ে ভ্যানচালকরা(ইজি ভ্যান) চলাচল করছে। তাদের কোন ট্রেডলাইসেন্স দেয়া হয়না অথচ ট্যাক্স এর নামে চাঁদা নেয়া হয়। ভ্যান চালক পলু মোল্যা, মনিরুজ্জামান মনির অভিযোগ করেন, ইজি ভ্যান থেকে ট্যাক্স বা চাঁদা নেবার সরকারি বিধান নেই অথচ পৌরকর্তৃপক্ষ অন্যায়ভাবে ব্যবসা করছে। সূত্র জানায়, ২০০৪ সালে পৌরসভা গঠনের পর থেকে আজ পর্যন্ত পৌর এলাকায় চলাচলকারি ভ্যান, অটোভ্যান, রিক্সা ভ্যান, মটরসাইকেল বা কোন যানবাহন এর ট্রেড লাইসেন্স/ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়নি। ফলে সরকার বা পৌরসভা লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। কয়েকজন পৌর কর্মকর্তা এ বিষয়টি স্বীকার করেছেন। লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র মো: শাহাদাত হোসেন শিকদার জানান, ইজি ভ্যানের কাছ থেকে টাকা নেবার বিষয়টি সমাধানে স্থানীয় এমপি মহোদয়ের সাথে বসা হবে।
বাজারের অনেক ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, পৌরবাসীর নাগরিক সনদপত্র ও জন্মনিবন্ধন নিয়ে পৌর কর্মচারী দিলরুবার তালবাহানার শিকার অনেকেই। একজন ক্লিনিক মালিক অভিযোগ করেন, গত অর্থবছরে ক্লিনিকের ট্রেডলাইসেন্স ২ হাজার ৫ শত টাকা ছিল, এক বছরের ব্যবধানে সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স করতে গিয়ে এবার গুনতে হয়েছে ৮ হাজার টাকা। এই সীমাহীন অরাজকতার শিকার হয়েওে নেই তেমন পৌর উন্নয়ন।