৩০ বৎসর ধরে ভোগদখলীয় কৃষি খাসজমি স্থানীয় বিএনপি নেতা কর্তৃক সন্ত্রাসী কায়দায় জবর দখলের অভিযোগ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
ঢাকা, ১৮ এপ্রিল ২০১৫ : খুলনায় ৩০ বৎসর ধরে ভোগদখলীয় কৃষি খাসজমি স্থানীয় বিএনপি নেতা কর্তৃক সন্ত্রাসী কায়দায় জবর দখলের অভিযোগ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন খুলনার রূপসা উপজেলার আলাইপুর গ্রামের মৃত: সুজাউদ্দীন শিকদার এর কন্যা রাফুজা বেগম। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে গত ১৫/০৩/২০১৫ ইং তারিখে তার প্রেরিত আবেদনপত্র নিম্মে হুবহু উল্লেখ করা হল।
মাননীয়
প্রধানমন্ত্রী
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঢাকা।
বিষয় :- ৩০ বৎসর ধরে ভোগদখলীয় কৃষি খাসজমি স্থানীয় বিএনপি নেতা কর্তৃক সন্ত্রাসী কায়দায় জবর দখল করায় তা উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তরের আবেদন।
মহোদয়,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি রাফুজা বেগম, পিতা: মৃত: সুজাউদ্দীন শিকদার, সাং+ডাক: আলাইপুর, থানা: রূপসা, জেলা: খুলনা এই মর্মে আপনার বরাবরে আবেদন করছি যে, আমার পিতা ও আমার চাচা গত ৩০ বছর পূর্বে ১৯৮৫ সালে একসনা বন্দোবস্তের মাধ্যমে সরকার থেকে ডিসিআর কেটে রূপসা থানাধীন ১ নং খতিয়ানের ৪০ নং খানকা মৌজার ভৈরব নদী ভরাটি চর জমি বাটা(সাবেক) ১৭৭,১৯০,১৯৪, ১৭৮,১৮৯,১৯৩ দাগে ২ একর ১৭ শতক জমি প্রাপ্ত হই। পরবর্তীতে আমার পিতার মৃত্যুর পর আমার মাতা জামিলা বেগম ও আমার বড় ভাই মো: খিজিরউদ্দীন শিকদার এর নামে ২০০৪ সালে ডিসিআর কেটে ২ একর ৬১ শতক জমি আমরা নিজেদের ভোগ দখলে রেখে চাষাবাদ করে পরিবার পরিজন নিয়ে কোনরকমে দিনযাপন করছি।
কিন্তু গত ২০১৩ সালের জুন মাসে একই গ্রামের মো: দেলোয়ার হোসেন ও তার পুত্র বিএনপি’র রূপসা থানা জয়েন্ট সেক্রেটারী ও ৫ নং ঘাটভোগ ইউনিয়নের নির্বাচিত মেম্বর সাজ্জাদ হোসেন (শাকিল) অবৈধভাবে জোরপূর্বক আমাদের ভোগদখলীয় কৃষি খাস জমির লক্ষ লক্ষ টাকার ফলদ ও বনজ গাছপালা কেটে নেয়। আমাদের ডিসিআর নিয়মিত নবায়ন করে আসলেও গত ২০০৭ সালে আমাদের নবায়নের আবেদন জমা করলেও উক্ত দেলোয়ার তার প্রভাব খাটিয়ে ডিসিআর নবায়ন বন্ধ রাখে। পরবর্তীতে ২০১৩ সালে উক্ত সাজ্জাদ হোসেন (শাকিল) আমাদের প্রায় ৩০ বছরের ভোগ দখলীয় জমির একাংশ বেনামে ২ টা ডিসিআর কেটে সেই জমি ও তার পাশের সরকারী কৃষি খাস জমিতে ইটভাটা তৈরীর জন্য একই থানাধীন নন্দনপুর(ডাক-বেলফুলিয়া) গ্রামের মৃত: নছর আলী শেখ এর পুত্র আ: মজিদ শেখ এর নিকট লীজ দেয় এবং ইটভাটা তৈরীর কার্যক্রম শুরু করে।
কিন্তু একই সালে জেলা প্রশাসন কর্তৃক উক্ত ডিসিআর বাতিল করা হলেও এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিলেও আজ অবধি অবৈধ ও পরিবেশ দূষনকারী ইটভাটার কার্যক্রম বন্ধ হয়নি। স্থানীয় প্রশাসনের কর্তাদের কাছে ধর্ণা দিয়ে আবেদন করে কোন প্রতিকার না পেয়ে আপনার বরাবরে ন্যায় বিচারের আশায় আবেদন করছি।
অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমরা অতি দরিদ্র কৃষক, আমাদের পিতার আমল থেকে একসনা বন্দোবস্তের মাধ্যমে প্রাপ্ত কৃষি খাস জমিটি ভুমি দস্যু বিএনপি নেতা ও বিএনপি থেকে নির্বাচিত মেম্বর সাজ্জাদ হোসেন (শাকিল) এর কবল থেকে উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর ও কৃষি জমিতে অনুমোদন বিহীন ইট ভাটা স্থাপন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে বাধিত করতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত
আপনার একান্ত বিশ্বস্ত
স্বা:
(রাফুজা বেগম)
পিতা: মৃত: সুজাউদ্দীন শিকদার
সাং+ডাক: আলাইপুর,
থানা: রূপসা, জেলা: খুলনা।
তারিখ: ১৫/০৩/২০১৫ ইং
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী ২০১৫ ইং তারিখ জিটিভি’তে এই ঘটনার আলোকে একটি সংবাদ প্রকাশিত হয়।