বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে বাঘ আটক করেছে কিতাব আলী নামে এক কৃষক

bagh atok dhannokhola18.4বেনাপোল : বেনাপোলের ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে  আজ শনিবার সকালে একটি বাঘ আটক করেছে কিতাব আলী নামে এক কৃষক। কিতাব আলী  ধান্যখোলা গ্রামের হাসেম আলীর ছেলে। পরে বাঘটিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
কৃষক কিতাব আলী জানান, ভারত  সীমান্ত পার হয়ে এই বাঘটি প্রতিদিন সকালে এ গ্রামে ঢুকে তার বাড়ীসহ আরো কয়েকটি বাড়ীর হাস, মুরগি ও ছাগল খেয়ে ফেলছে। এই বাঘের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম এবং আমরা বাঘটি ধরার পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী আমি বাঁশ দিয়ে একটি খাচার ফাঁদ তৈরী করি। আজ সকালে ফাঁদের ভিতর হাঁস ও মুরগি দিয়ে বাড়ীর পাশে একটি বাগানে রেখে দেই। সকাল ১০ টার দিকে বাঘটি বাগানে এসে খাচার ভিতর হাঁস, মুরগি দেখে খাচার ভিতর প্রবেশ করে এবং সাথে সাথে খাচার দরজা বন্ধ হয়ে যায় এবং বাঘটি খাচায় আটকে যায়। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ খাচাসহ বাঘটি থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বাঘটি ধান্যখোলা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বন অধিদপ্তরকে খবর দেয়া হয়েছে। তারা আসলে তাদের হাতে তুলে দেয়া হবে। বাঘটি থানায় আনার পর উৎসুক জনতা বাঘ দেখার জন্য থানায় ভীড় জমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *