বাগেরহাটে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরনে ৩ বাড়ি ভষ্মিভূত : ২০ লাখ টাকার ক্ষতি
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে দুই সহোদর ব্যাংক কর্মকর্তাসহ তিন জনের বসত বাড়ি ভষ্মিভূত হয়ে গেছে। এ সময় আরও দুটি বসত ঘর আশিংক পুঁড়ে যায়। তবে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে কেউ হতাহত হয়নি। শনিবার সকাল সাড়ে নয়টায় কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুঁড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কৃষি ব্যাংক কচুয়া উপজেলার গজালিয়া বাজার শাখার কর্মকর্তা সুরেশ কুমার কুন্ডু, তার ছোট ভাই অগ্রণী ব্যাঙ্কের বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজার শাখার কর্মকর্তা কমলেশ কুমার কুন্ডু এবং বড় ভাই ব্যবসায়ী আশীষ কুমার কুন্ডুর বসত ঘর পুঁড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে। তাদের চাচাতো ভাই বরুণ কুমার কুন্ডু এবং দিপক কুমার কুন্ডুর বসত ঘর আংশিক পুঁড়ে যায়।
ক্ষতিগ্রস্থদের সুত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে রান্না ঘরে রান্না করার সময় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরিত হয়। বসতঘরগুলো কাঠের হওয়ায় মুহুর্তের মধ্যে ওই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তিন ভাইয়ের বসত ঘর পুঁড়ে ভষ্মিভূত হয়ে যায়। এ সময় আমাদের পাশে থাকা আরও দুই চাচাতো ভাইয়ের বসত ঘরের আংশিক পুড়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, আসবাবপত্র পুঁড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন তিতাস বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে তিনটি বসত ঘর সম্পূর্ণ এবং দুটি আংশিক পুঁড়ে যায়।