চুয়াডাঙ্গার দর্শনায় দেশের একমাত্র জৈবসার কারখানার উদ্বোধন
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনায় সরকারী অর্থায়নে নির্মিত দেশের একমাত্র জৈবসার কারখানার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শুক্রবার বিকেল চারটায় ফলক উম্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এ জৈবসার কারখানার উদ্বোধন করেন মন্ত্রী। এর ফলে এখন থেকে দর্শনা কেরু চিনিকলের আকন্দবাড়িয়া বানিজ্যিক খামারে নির্মিত এ সার কারখানাটি বানিজ্যিকভাবে যাত্রা শুরু করলো।
এ উপলক্ষে কারখানা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তার বক্তব্যে বলেন ‘‘চিনিকলের বর্জ্য থেকে তৈরী পরিবেশ বান্ধব এ জৈবসার দেশের কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। চিনিকলের যে বর্জ্য পরিবেশ দূষণ করে তার থেকে পরিবেশ রক্ষা পাবে। এর ফলে একদিকে পরিবেশ দূষণ যেমন বন্ধ হবে, অন্যদিকে তেমনি জমির উর্বরতাও বৃদ্ধি পাবে।”
তিনি আরো বলেন “দেশে বর্তমানে ২২ লাখ মে. টন সার আমদানি করতে হয়। এ সার কারখানা স্থাপনের ফলে বিদেশ থেকে সার আমদানি অনেকাংশে কমে আসবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।’’
কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জেলা প্রশাসক দোলোয়ার হোসাইন, পুলিশ সুপার মো: রশীদুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
এ সময় অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব এ এস এম আব্দার হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আমিনুল হক, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কেরু চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সেক্রেটারি মাসুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের আওতাধীন ৭কোটি ১৯লাখ টাকা ব্যয়ে নির্মিত দেশের একমাত্র এ জৈবসার কারখানাটির ২০০৯ সালে ডিসেম্বর মাসে কাজ শুরু হয়। ২০১২ সালের ডিসেম্বরে এর কাজ শেষ হয়। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে কারখানাটি। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে বানিজ্যিক উৎপাদনে গেল দেশের একমাত্র এ সার কারখানাটি। এ কারখানা থেকে বার্ষিক ৯ হাজার মেট্রিক টন জৈব সার উৎদপাদন হবে । যার প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা। চিনিকলের প্রেসমাড ও স্পেন্ট ওয়াশ থেকে তৈরী হবে এ জৈব সার।