চুয়াডাঙ্গার জীবননগরে ধানঝাড়া মেশিনে শাড়ি জড়িয়ে বাম হাত খুইয়ে এক গৃহবধুর মৃত্যু
হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দনপুর গ্রামে ধান ঝাড়া মেশিনে শাড়ি জড়িয়ে ফজিলা বেগম (৪৫)’র বাম হাত কেটে পড়ে যাওয়ায় ওই গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ধান ঝাড়াইয়ের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফজিলা বেগমের স্বামী কৃষক আজিজুল ইসলাম জানান তাঁর স্ত্রী ধান ঝাড়ছিলেন। এ সময় ওই মেশিনের পাখায় শাড়ি জড়িয়ে গেলে তিনি তা ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে মেশিনের পাখায় তাঁর বাম হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে । শরীরেও আঘাত পান তিনি। মুমূর্ষু অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে যশোরের উদ্দেশ্যে নেওয়ার সময় পথের মধ্যে তিনি মারা যান। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনাটি শুনেছেন বলে জানান।