ভোলাহাটে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত

Photo-Rellynnbbhhggচাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেয়-সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনিরুল ইসলাম মন্টু, সহ: মুক্তিযোদ্ধা কমান্ডার কোরবান আলী, থানার নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, আইয়ুব আলী, মোহবুল্লাহ কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ পিয়ার জাহান, দপ্তর সম্পাদক মতিউর রহমান তারা, কলেজ ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা বিএমডিএ ইঞ্জিনিয়ার নিশিকান্ত সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, নকিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, সিএ আব্দুল ওয়াহাব, প্রধান শিক্ষক আহসান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এস.আই শরীফ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় এবং রামেশ্বর পাইলট ইনষ্টিটিউশনের ছাত্র-ছাত্রীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহন করে।
দিনটির তাৎপর্য্য তুলে ধরে বক্তারা বলেন, ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। আজ থেকে ৪৪ বছর আগে ১৯৭১ সালের এদিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রীসভা শপথ গ্রহণ করে। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। ২৬ মার্চ জাতির পিতা বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এর তিন সপ্তাহ পর বৈদ্যনাথতলা নামে পরিচিতি ওই বিশাল আমবাগান এলাকাকেই পরে মুজিবনগর নাম দিয়ে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিলো। বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বেই পরিচালিত হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের সফল পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাঙ্গালীর নিজস্ব আবাসভূমি স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অভ্যুদয় ঘটে বলে বক্তারা স্মৃতিচারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *