প্রচ্ছদ এবার নকলায় মৌসুমী আমের ফলন আশাতীত April 17, 2015 AporadhTothyachitra 0 Comments আমের বাম্পার ফলনের ছবিটি করা হয়েছে শিববাড়ী বাজার থেকে। নকলা থেকে ইউসুফ আলী মন্ডল : দীর্ঘদিন পরে নকলায় মৌসুমী ফল আশাতীত গাছে ফলেছে। নকলা উপজেলার ১১৭টি গ্রামেই কমবেশী এর ফলন বৃদ্ধি পেয়েছে। দরগার সিন্নি নয় নিমন্ত্রনের খাবার নয় আমের মুখরোচক স্বাদে অনেকেই খুশি।