শার্শায় ৭০ লাখ টাকার ভারতীয় ইমিটেশন জব্দ
বেনাপোল : যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে ৭০ লাখ টাকা মুল্যের ভারতীয় ইমিটেশন পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
২৬ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদ আসে ভারত থেকে ইমিটেশন পণ্যের বড় একটি চালান সীমান্ত পেরিয়ে এপারে প্রবেশ করেছে। পরে ওই সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাচালানীরা কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের বিপুল পরিমান চশমা, ইমিটেশন জুয়েলারি চেইন, সিটি গোল্ডের চুরি জব্দ করা হয় । জব্দকৃত পণ্য পরবর্তীতে বেনাপোল কাস্টমসএ জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।