চকরিয়ায় শীর্ষ মানব পাচারকারী গ্রেফতার, অবশেষে জেলহাজতে
এসএম হান্নান শাহ, কক্সবাজার : চকরিয়ায় অবশেষে পুলিশের অভিযানে শীর্ষ মানব পাচারকারী সাহাব উদ্দিন বাহাদুর (৪২) গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার বিকেলে বদরখালী নৌপুলিশের আইসি গোপন সংবাদের ভিত্তিতে সাহাব উদ্দিনকে বদরখালী বাজার থেকে গ্রেফতার করেন। বুধবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃত সাহাব উদ্দিন বাহাদুর উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নম্বর ব্লকের নুরুল আলম বাহাদুরের ছেলে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, উপজেলার উপকুলীয় অঞ্চলের সমুদ্র চ্যানেল হয়ে একটি চক্র মালয়েশিয়ায় প্রতিনিয়ত মানব পাচার করে। ওই চক্রটি মুলত নেতৃত্ব দেন গ্রেফতার হওয়া সাহাব উদ্দিন বাহাদুর। তিনি বলেন, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী চ্যানেলে অভিযান চালিয়ে বিদেশগামী ১২ ব্যক্তিকে উদ্ধার করে। পরে উদ্ধার হওয়া ব্যক্তিরা পুলিশকে জানায় পাচার ঘটনায় সাহাব উদ্দিন বাহাদুরসহ তার সহযোগিরা জড়িত। এ ঘটনায় বদরখালী নৌপুলিশের সহকারি আইসি নারায়ন চক্রবর্তী বাদি হয়ে ১৭ ডিসেম্বর থানায় সাহাব উদ্দিন বাহাদুরসহ ৮জন পাচারকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা রুজু করেন। ওই মামলায় অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চকরিয়া থানার ওসি আরো বলেন, সাহাব উদ্দিন বাহাদুরের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একটিসহ আরো কয়েকটি মামলা রয়েছে। তারমধ্যে কুতুবদিয়া থানার দায়ের করা মামলা থেকে নিজেকে আড়াল করতে কৌশলী সাহাব উদ্দিন বাহাদুর ইতোপুর্বে বদরখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আলমের ছেলে প্রবাসী সাহাব উদ্দিন নামের একজনকে জড়িয়ে দেয়। পরে ওই মামলার বাদি কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার আলী হোসেনের ছেলে শাহআলম কক্সবাজার দ্বিতীয় সাব জজ আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটমুলে প্রবাসী সাহাব উদ্দিনকে মামলার আসামি নন বলে সনাক্ত করেন।