কাহালুতে বিদ্যুৎ বিভ্রাট : কর্মকতা-কর্মচারীদের উপর জনগণের ক্ষোভ
কাহালু(বগুড়া)প্রতিনিধি : ঝড়ের পর দীর্ঘ ১৩ দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবহেলায় আজও কাহালু উপজেলার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কল-কারখানায় উৎপাদন হ্রাস,ব্যবসা-বাণিজ্যে মন্দা ভাব,চল্তি এইচ এসসি,আলিম সহ সমমানের পরীক্ষার্থী সহ শিক্ষার্থীদের অপুরণীয় ক্ষতি। চৈত্র মাসের প্রচন্ড তাপদাহে জন-জীবনে নেমে এসেছে চরম দূর্ভোগ। বাড়ছে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর জনগনের ক্ষোভ।
গত ৬ এপ্রিল ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়লে প্রায় ৬ দিন যাবত কাহালু উপজেলা সদর সহ গোটা এলাকা বিদ্যুৎবিহীন থাকার পর জনগণ ও শিক্ষার্থীদের আন্দোলনের মূখে চাপে পড়ে বিদ্যুৎ সংযোগ দিলেও আজও তা স্বাভাবিক করতে পারেনি। বিশেষ করে পিডিবি’র বিদ্যুৎ টানা এক ঘন্টার বেশী স্থায়ী হচ্ছেনা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ থাকেনা বিকেলে আসলেও তা সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত উধাও।ফলে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর কাহালুর ব্যবসায়ী, শিক্ষার্থী,বোরো চাষী কৃষক সহ সর্বস্তরের মানুষের মাঝে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। বিষয়টি নিয়ে পিডিবি’র দুপচাঁচিয়ার আবাসিক প্রকৌশলীর সাথে মোবাইলে কথা বলা হলে তিনি বলেন বগুড়া থেকে কাহালুর বিদ্যুৎ সংযোগ লাইনে ২ টি পোল ভেঙ্গে যাওয়ায় ও জাতীয় গ্রেড এ লোড শেডিং এবং বগুড়া পাওয়ার হাউজের একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় কাহালুতে স্বাভাবিক বিদ্যূৎ সরবরাহ সম্ভব হচ্ছেনা তবে আমরা চেষ্টা অব্যাহত রাখছি। আগামী রবিবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।