সালাহ উদ্দিনের সন্ধানে হাইকোর্টের রুলের রায় ২০ এপ্রিল
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ কেন দেয়া হবে না মর্মে জারি করা রুলের রায় আগামী ২০ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বুধবার সালাহ উদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন আদালতের কাছে রায় দেয়ার সময় পেছানোর আবেদন করলে আদালত এ দিন ধার্য করেন।
খন্দকার মাহবুব আদালতে বলেন, ‘আমরা সালাহ উদ্দিনের এ মামলায় আরো তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় ডকুমেন্ট আদালতের কাছে উপস্থাপন করবো। এজন্য আমাদের সময় প্রয়োজন।’
সালাহ উদ্দিনের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ২০ এপ্রিল রায় ঘোষণা করবেন বলে দিন ধার্য করেন।
আদালতে সরকারপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদসহ তার স্বজনরাও এ সময় উপস্থিত ছিলেন।