সাপাহারে সৃষ্টি একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে সৃষ্টি একাডেমীর আয়োজনে বৈশাখী উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এদিন বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত সদরের জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্ত মঞ্চে সৃষ্টি একাডেমীর ছাত্রছাত্রী, অতিথি শিল্পীসহ এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন মিঞা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শহীদুল আলম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক মিয়া, জয়পুর রাজ্যধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সৃষ্টি একাডেমীর সভাপতি আব্দুল বারী শাহ্ চৌধুরী কে শুভ নববর্ষের শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন একাডেমীর প্রধান শিক্ষক ইসফাত জেরিন মিনা ও সহকারী শিক্ষক জুয়েল রহমান। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সুধীজন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।