বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
গাজীপুর : গাজীপুরের বাইমাইল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের অপর ৫ যাত্রী।
বুধবার সকাল ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুর্ঘটনার কারণে ওই মহাসড়কে প্রায় আধাঘণ্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ খান জানান, সকাল ছয়টার দিকে জেলার বাইমাইল এলাকায় ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান ওই বাসের অজ্ঞাত এক নারী যাত্রী। এসময় আহত হন অন্তত ৬ যাত্রী।আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুই ব্যক্তি মারা যান।
সংঘর্ষে জড়িত ট্রাকটিসহ চালক পালিয়ে গেলেও বাস আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সালাম সরকার জানান, সকালে বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী মারা গেছেন। গুরুতর আহতাবস্থায় ৬জনকে হাসপাতালে আনা হয়। পরে আরও একজনের মৃত্যু হয়।
অপর আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।