চকরিয়ায় বর্নাঢ্য আয়োজনে সংস্কৃতিনির্ভর শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমীতে বর্ষবরণ উদযাপন

Pic Chakaria   15-04-201555555
চকরিয়ায় বর্ণমালা একাডেমীর উদ্যোগে বাংলা নর্ববর্ষের প্রথমদিনে অনুষ্ঠিত মঙ্গলশোভা যাত্রা।

এসএম হান্নান শাহ, কক্সবাজার : চকরিয়ায় সংস্কৃতি নির্ভর একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমীর উদ্যোগে বাংলা নর্ববর্ষের প্রথমদিনে বর্নাঢ্য আয়োজনে নানা অনুষ্ঠানমালা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মঙ্গলশোভা যাত্রা থানা সেন্টার হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিন করে। পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় পিঠা উৎসবের। দিবসটি উপলক্ষে আবু ছাদেক মোহাম্মদ রুবেলের সম্পাদনায় বর্ণমালা প্রকাশ করে “দুপছায়া” নামের একটি দেয়ালিকা। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দিনের প্রথম প্রহরে অনুষ্ঠানের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও বর্ণমালা একাডেমীর চেয়ারম্যান আমিনুর রশিদ দুলাল। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও দৈনিক চকোরী সম্পাদক একেএম গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে সম্মাণিত অতিথি ছিলেন চ্যানেল আই ও আমাদের সময়’র কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক সরওয়ার আজম মানিক, প্রখ্যাত চারুকলা শিল্পী মাহবুবর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছৈয়দ আলম কমিশনার। বক্তব্য রাখেন বর্ণমালার অধ্যক্ষ জেপুলিয়ান দত্ত, শিক্ষক শরীফা মোস্তাফা, শিউলী রানী সুশীল, জান্নাতুল ফেরদৌসী মুন্নি, আবদুল্লাহ আলম ফারুক লোটাস, নয়ন চৌধুরী, মুক্তা দেবী, সাবেকুন্নাহার সাবিনা, সিরাজুল ইসলাম আজাদ, অনুপ দাশ, আপন শর্মা, আবু ছাদেক মো.রুবেল, হান্নান ছোবাহান ও মোস্তাফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে বর্ণমালার শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন অংশ গ্রহন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *