কাহারোলে সরকারী ভাবে গম সংগ্রহ উদ্বোধন

IMG_2199RRRRকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং দেশ পরিচালনা করে এগিয়ে নিয়ে যান। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে খাদ্যের ঘাটতি লেগেই থাকে। বর্তমান মহাজোট সরকার কৃষক বান্ধব সরকার। এ সরকারকে বার বার জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে দেশবাসীর সেবা করার সুযোগ করে দিয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। উপরোক্ত কথাগুলো বলেছেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি গত ১৫ এপ্রিল/১৫ বুধবার বিকাল সাড়ে ৩ টায় কাহারোল উপজেলা সরকারী খাদ্য গুদামে চলতি মৌসুমে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন কালে এসব কথা বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পরিমল কান্তি সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ নাসিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মনোয়ারুজ্জামান, ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, খাদ্য গুদাম (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ জিয়াউল হক শাহ্ সহ স্থানীয় নেতৃবৃন্দ। চলতি মৌসুমে কাহারোল উপজেলায় সরকারী ভাবে ৯৬৯ মেট্রিক টন গম প্রতি কেজি ২৮ টাকা দরে কৃষকদের নিকট থেকে সরাসরি ক্রয় করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিমল কান্তি সরকার জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *